কল্পবিশ্ব ক্লাই ফাই বিশেষ সংখ্যা ২০১৮ (KALPABISWA CLI FI SPECIAL ISSUE 2018)

Front Cover
Kalpabiswa Publications, Nov 1, 2018 - Fiction - 491 pages

সারা পৃথিবীর বিজ্ঞানীরা চিন্তিত জলবায়ুর পরিবর্তন নিয়ে। জৈব তেলের ব্যবহার, গ্রীনহাউস গ্যাসের আধিক্য, নির্বিচারে অরণ্য উচ্ছেদ এবং এরকম আরও অনেক মানব জাতির তৈরি করা সমস্যার প্রভাবে পালটে যাচ্ছে সারা পৃথিবীর জলবায়ু, লোপ পাচ্ছে হাজার হাজার প্রজাতি মানুষের লোভের স্বীকার হয়ে।

তবে শুধু বৈজ্ঞানিক গবেষণাই যথেষ্ট নয়। এই বিপদের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে সাধারণ মানুষকেও। ক্লাই-ফাই বা ক্লাইমেট ফিকশন সাহিত্যের একটি নতুন উপশাখা যার বিষয়বস্তু জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট নতুন পৃথিবীর কথা। সাংবাদিক ড্যান ব্লুম চালু করেছেন এই শব্দ বন্ধটি, যদিও তার বহু আগে থেকেই ভের্ন, ব্যালার্ড বা আটউডের মত বিখ্যাত সাহিত্যিকরা লিখে গেছেন এমন কাহিনি।

বাংলার একমাত্র কল্পবিজ্ঞান ভিত্তিক পত্রিকা হিসেবে আমরা অবহেলা করতে পারি না এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই শুধু বাংলায় নয়, হয়তো সারা ভারতে এই প্রথম ক্লাই-ফাই নিয়ে প্রকাশিত হল একটি পত্রিকার সংখ্যা। কল্পবিশ্বের তৃতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যায় থাকছে ক্লাই-ফাই এর উপর প্রচ্ছদ, প্রবন্ধ, গল্প, উপন্যাস, স্বয়ং ড্যান ব্লুমের সাক্ষাৎকার এবং আরও কত কিছু।

আপনি যদি গুগল থেকে কিনতে না পারেন তাহলে আমাদের ডাইরেক্ট পেমেন্ট করলে আমরা আপনার আকাউন্টে ফাইলটি পাঠিয়ে করে দেব। পেমেন্ট ডিটেলস পাবেন কল্পবিশ্ব ওয়েবস্টোরে। ডিটেলস এর জন্য নিচের লিংকে দেখুন। এ ছাড়াও আপনি যদি কিন্ডল ভার্সন কিনতে চান তাহলেও কল্পবিশ্ব ওয়েবস্টোর থেকে কিনতে পারেন।

নিচে রইল লিঙ্কঃ https://goo.gl/gYPWKA

 

Selected pages

Contents

Section 1
Section 2
Section 3
Section 4
Section 5
Section 6
Section 7
Section 8
Section 11
Section 12
Section 13
Section 14
Section 15
Section 16
Section 17
Section 18

Section 9
Section 10
Section 19

Common terms and phrases

অনেক অশোক অশোকের আগে আছে আবার আমরা আমাকে আমাদের আমার আমি আর আরও এই এক একটা একটি একটু এখন এখানে এটা এবং এর এসে ওই ওপর ওর ওরা কথা করতে করল করা করার করে কলকাতা কাছে কাজ কারণ কি কিছু কিন্তু কী কে কেন কোন কোনও কোনো ক্লাই-ফাই খুব গিয়ে গেছে গেল চলে চেষ্টা চোখ ছিল ছোট জন্য জল জলের ঠিক ঢাকা তখন তবে তা তাই তাদের তার তারপর তারা তুমি তুলে তো তোমার থাকে থেকে দিকে দিতে দিয়ে দেখতে দেখা দেখে ধরে নতুন নয় না নাম নিজের নিয়ে নেই পড়ে পর পরে পাওয়া পারে পৃথিবীর প্রথম প্রায় ফুট বছর বড় বলল বলে বসে বা বেশ বেশি ব্যবহার ভারতের ভালো মতো মধ্যে মনে মানুষ মানুষের যখন যদি যা যাচ্ছে যাবে যায় যে যেখানে যেতে যেন লেখা শুধু শুরু শেষ সঙ্গে সব সময় সামনে সে সেই সেটা স্যার হচ্ছে হতে হবে হয় হয়তো হয়ে হয়েছিল হয়েছে হল হাত হাতে

Bibliographic information