বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

বাংলাদেশের ফুল-Flower of Bangladesh

              বাংলাদেশের ফুল-Flower of Bangladesh

মেহেদী ফুল

ফুল নামটা শুনলেই যেন সুন্দর একটি দৃশ্য চোখের সামনে ভেসে উঠে। ফুল  ভালবাসে না এমন মানুষ খুব কমই আছে এই পৃথিবীতে। সব জাতি ধর্ম নির্বিশেষের মানুষ ফুলকে পবিত্রতার প্রতিক মনে করে। ফুল যেমন সুন্দর তেমনি ফুলের সুগন্ধ আমাদের মুগ্ধ করে । ফুল প্রেমী হাজার মানুষ রয়েছে । 

বাংলাদেশ ফুলের এক অবয়ব লিলাভূমি। এখানে হাজারো ধরনের ফুলের আবাস। মূলত বাংলাদেশের উর্বর মাটি ফুলদের এদেশে জন্মাতে উৎসাহিত করেছে। এই দেশের আনাচে-কানাচে বন জঙ্গলে হাজারো ধরনের ফুল ফোটে। বাংলাদেশের আবাসিক ফুল ছাড়াও অনেক বিদেশি ফুল দেখা যায়। 

বসন্ত কালে আমাদের বাংলাদেশ সাজে ফুলের অপুরুপ সৌন্দর্যে। পথে ঘাটে বন জঙ্গলে দেখা মেলে হাজারো ধরনের বিভিন্ন প্রজাতির ফুল। নাম জানা অজানা এই ফুল শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না বরং মুগ্ধ করে সব মানুষদের। 


বাংলাদেশে হাজারো ধরনের ফুলের মধ্যে শাপলা জাতীয় ফুল হিসাবে পরিচিত। মুলত বাংলাদেশের সব জায়গাতে পাওয়া যায় বলে শাপলা আমাদের কাছে খুব পরিচিত। তাছাড়া হাজার বাহারি রঙের ফুল পাওয়া যায় বাংলাদেশে। বাংলাদেশে যেহেতু ৬ ঋতু তাই বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রকার ফুলের দেখা মেলে। তবে বসন্ত কালে বেশি ফুল ফোটে। 



পায়রা

ছোট থেকে আমার খুব শখ ছিল আমি পায়রা পালন করব । কিন্তু টাকা , জায়গার জন্য তেমন সুযোগ হচ্ছিল না । গ্রামে বাসা তাই আমাদের অনেক কিছু মেনে চ...