নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা হাল্ট প্রাইজ উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি |

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেক কেটে ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন করেন  উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।  সোমবার (১২নভেম্বর) সকালে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, অনুষদসমূহের ডিন, আইআইএস ইনস্টিটিউটের এর পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ আইআইএস ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, উদ্ভাবনী আইডিয়া এবং চিন্তা ভাবনার মাধ্যমে দেশ এগিয়ে যায়। ক্লাস লেকচার ও পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যখন কো-কারিকুলাম এক্টিভিটিস হিসেবে হাল্ট প্রাইজ এর মত উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখন তাদের মেধা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তিনি হাল্ট প্রাইজ এর উত্তোরোত্তর সফলতা কামনা করেন। 

উদ্বোধন শেষে  উপাচার্যের নেতৃত্বে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গোলচত্ত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। 

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত আন্তর্জাতিক প্রোগ্রাম হাল্ট প্রাইজ এর আয়োজন করতে যাচ্ছে। হাল্ট প্রাইজ হলো- হাল্ট প্রাইজ ফাউন্ডেশন, জাতিসংঘ এবং মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার সংগঠন “গ্লোবাল ইনিশিয়েটিভ” এর অধীন একটি উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতা, যাকে শিক্ষার্থীদের নোবেল প্রাইজ বলা হয়ে থাকে। প্রতিযোগিতাটিতে বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় যেমন- হার্ভার্ড, ক্যামব্রিজ, সাউথ ক্যালিফোর্নিয়াসহ নানা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। যার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়িক পরিকল্পনার জন্য ১ মিলিয়ন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরষ্কার প্রদান করা হয়। হাল্ট প্রাইজের পার্টনার হিসেবে রয়েছে জাতিসংঘ এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল। 

বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই প্রতিযোগীতায় এ বছর ১০ হাজার বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করবে। হাল্টপ্রাইজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ ডিসেম্বর ২০১৮ বাছাই পর্বের ফাইনাল প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বাছাই পর্বের প্রতিযোগিতাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করছে নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস।

প্রতিযোগিতায় নোবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

৩০ নভেম্বর গ্রুমিং সেশন ২ ডিসেম্বর কনসেপ্ট জমা দেয়ার শেষ তারিখ ও রাউন্ড-১ বিচারক প্যানেল জমাকৃত কনসেপ্ট থেকে ন্যূনতম ১৫টি গ্রুপের কনসেপ্ট বাছাই করবেন, ৩ ডিসেম্বর রাউন্ড-২ বিচারক প্যানেল বাছাইকৃত ১৫টি গ্রুপের কনসেপ্ট প্রেজেন্টেসনের মধ্য থেকে ৫টি গ্রুপ চূড়ান্ত করবেন, ৫ ডিসেম্বর  ফাইনাল রাউন্ড  বিচারক প্যানেল বাছাইকৃত ৫টি গ্রুপের কনসেপ্ট প্রেজেন্টেসনের মধ্য থেকে ১টি গ্রুপকে বিজয়ী ঘোষণা করবেন। 

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে ৩ থেকে ৪ জন সদস্যবিশিষ্ট একাধিক দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলের প্রত্যেক সদস্য পাবে বিল ক্লিনটন স্বাক্ষরিত একটি সনদ এবং বিজয়ী দল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি চীন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার যেকোন একটিতে অনুষ্ঠিতব্য আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে। বিস্তারিত জানা যাবে www.hultprizeat.com/noakhali এ ওয়েবসাইটে।


পাঠকের মন্তব্য দেখুন
উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ - dainik shiksha স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে - dainik shiksha শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে please click here to view dainikshiksha website Execution time: 0.0058460235595703