oasis scholarship : SC, ST, OBC ছাত্র ছাত্রীদের রাজ্য সরকারের স্কলারশিপ-আবেদন করুন আজই

State Government Scholarships for SC, ST, OBC Secondary-Higher Secondary students


wb oasis


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ অনগ্রসর জাতি কল্যাণ দপ্তরের আওতায় পশ্চিমবঙ্গবাসী অনগ্রসর জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের স্কলারশিপের জন্য আজই আবেদন করুন l

WBOASIS স্কলারশিপ অনলাইন এপ্লিকেশনের মধ্যে দিয়ে নবম শ্রেণী থেকে স্নাতকোওরের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন l


  • উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকত্তর, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিস্ট, B. Ed, M. Ed, ডিপ্লোমা, PTTI, নার্সিং, BVsc, LLB পাঠরত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই স্কলারশিপের জন্য যোগ্য l
  • এই আবেদনে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পিতা মাতার বার্ষিক আয় সর্বোচ্চ ২.৫ লক্ষ, OBC দের জন্য বার্ষিক আয় সর্বোচ্চ ১লক্ষ হতে হবে l

আবেদন করুন পশ্চিমবঙ্গ সরকারের   ওয়েবসাইটে l

আরও পড়ুনঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য "STFC Meritorious" স্কলারশিপ

কীভাবে আবেদন করবে-

  • প্রথমে click এই ওয়েবসাইটে গিয়ে student registraion বোতামে ক্লিক করতে হবে।
  • এরপর Choose district অপশনে তোমার বর্তমান বিদ্যালয় যে জেলায় সেই জেলা নির্বাচন করতে হবে।

  • এইবার  যে পেজটি আসবে সেখানে তথ্য দেওয়ার আগে, মনে রাখতে হবে কাস্ট সার্টিফিকেটটি যেনও কম্পিউটারাইসড হয়। এইজন্য Cast Certificate  এই লিঙ্কে গিয়ে পুরানো কাস্ট সার্টিফিকেট অনুসারে জেনারেট হওয়া নতুন সার্টিফিকেট নম্বরটি সংগ্রহ করে নাও। 
  • এরপর নিজের নাম, বাবার নাম, জেন্ডার এবং কম্পিউটারাইজড সার্টিফিকেট নাম্বার সঠিক ভাবে দিয়ে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট করো। 
  • এরপর BANKING DETAILS দিতে হবে। সেখানে সঠিক ভাবে BANK ACCOUNT NUMBER , IFSC ইত্যাদি দিয়ে save and proceed এ ক্লিক করতে হবে। 

এরপর ভেরিফিকেশন হয়ে গেলে ACKNOWLEDGEMENT SLIP টি অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে। পরের বছর পুনর্নবীকরণের জন্য এটি প্রয়োজন হবে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ