২০২০ সালে নাসা মঙ্গল গ্রহে  একটি মিশন পাঠিয়েছে, এটা আপনারা সবাই জানেন।গত ৩০ জুলাই ফ্লোরিডার কেপ কানাভেরেল ষ্টেশন থেকে অ্যাটলাস ভি-৫৪১ রকেটের সাহায্যে নাসার মহাকাশযান মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা হয়।এই মিশনে একটি রোভার ও একটি হেলিকপ্টারকে মঙ্গলের মাটিতে পাঠানো হয়েছে।হেলিকপ্টারটির নাম দেওয়া হয়েছে “ইনজেনুইটি”।এটির সম্পর্কে বিস্তারিত জানতে “হেলিকপ্টার” লেখাটির ওপর ক্লিক করুন।আর রোভারটি সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নলিখিত লেখাটি সম্পূর্ণ পড়ুন।



perseverance rover instrument
নাসা ২০২০ রোভার

নাসা মঙ্গল গ্রহে  যে রোভারটি পাঠিয়েছে, তার নাম “পারসিভারেন্স”।এটি ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারী মঙ্গলের মাটিতে অবতরন করবে।এর ভর ১০২৫ কেজি এবং ক্ষমতা ১১০ ওয়াট।রোভারটির মধ্যে ৭ টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ২৩ টি ক্যামেরা ও ২ টি মাইক্রোফোন থাকবে।

এর প্রধান কাজ হবে মঙ্গলের মাতি পরীক্ষা করা এবং তার স্যাম্পেল সংগ্রহ করা।এছাড়া রোভারটি মঙ্গল গ্রহে আগে কোনো প্রাণ ছিল কিনা বা এর মাতি কেমন ছিল তা পরীক্ষা করে দেখবে।যার মাধ্যমে নাসার ভবিষ্যৎ মিশনে অনেক সুবিধা হবে।

যেই বৈজ্ঞানিক দলটি “কিউরিসিটি” রোভার তৈরি করেছিল, তারা এই রোভার তৈরির সাথেও যুক্ত ছিল।এটিকে “কিউরিসিটি” রোভারের থেকেও উন্নত এবং শক্তিশালী বানানো হয়েছে, যাতে এটি মঙ্গল গ্রহে  সবরকম পরিস্থিতি সামলে নিতে পারে।


perseverance rover
 মঙ্গলের মাটিতে নাসার রোভার