আলো Final Suggestion | Madhyamik Physical Science Suggestion 2022 | Madhyamik Final suggestion 2022 | Last 10 years madhyamik question | Madhyamik Quadratic Equation Solved Videos |

Madhyamik Final Suggestion 2022

Madhyamik Final Suggestion 2022

Madhyamik Physical Science Suggestion 2022

আলো

MCQ 3টি, VSA 3টি, SA 1টি,LA 3টি, FM = 17

Group-A


1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন।

প্রতিটি প্রশ্নের মান-1

(i)অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোন বস্তু রাখলে প্রতিবিম্ব হবে-
(a)  সদ্ ও খর্বাকার  
(b) সদ্ ও বিবর্ধিত
(c) অসদ্ ও খর্বাকার
(d) অসদ্ ও বিবর্ধিত
(ii) গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f হলে, এদের মধ্যে সম্পর্কটি হল-
(a) r=f
(b) 2r=f
(c) r=2f
(d) 2r=3f
(iii) প্রতিসরণের সময় আলোকরশ্মির যে ধর্ম অপরিবর্তিত থাকে সেটি হল-
(a) কম্পাঙ্ক
(b)তরঙ্গদৈর্ঘ্য
(c) বেগ
(d) বিস্তার
(iv) মোটরগাড়ি রিয়ার ভিউ মিরর হল একটি-
(a) সমতল দর্পণ
(b) উত্তল দর্পণ
(c) অবতল দর্পণ
(d) অবতল লেন্স
(v) কোন্ আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়-
(a) 60°
(b) 90°
(c) 45°
(d) 0°
(vi) বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়-
(a) উত্তল লেন্স
(b) অবতল লেন্স
(c) উত্তল দর্পণ
(d) অবতল দর্পণ
(vii) কোন্ বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক-এর মান সর্বাপেক্ষা বেশি হয়?
(a) লাল
(b) হলুদ
(c) সবুজ
(d) বেগুনি
(viii) গোলীয় দর্পণের প্রতিফলন এর মধ্যবিন্দুকে বলে-
(a) আলোক কেন্দ্র
(b) মেরু
(c) ফোকাস
(d) বক্রতা কেন্দ্র
(ix) মানুষের চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের-
(a) উত্তল লেন্স
(b) অবতল লেন্স
(c) উত্তল দর্পণ
(d) অবতল দর্পণ
(x) কোনো আলোরশ্মির একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের  ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ হবে-
(a) 0°
(b) 180°
(c) 30°
(d) 90°
(xi) কোন বস্তুর বিবর্ধিত অসদ্ বিম্ব গঠন করতে উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব হওয়া প্রয়োজন-
(a) f-এর কম
(b) f-এর সমান
(c) f-এর বেশি
(d) অসীম
(xii) একটি কাচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে,প্রতিফলন কোণের মান হবে
(a) 90°
(b) 60°
(c) 45°
(d) 0°
(xiii) a ও b মাধ্যমের প্রতিসরণাঙ্ক যথাক্রমে μa এবং μb হলে  aμb=?
(a) μa × μb
(b) μa/μb
(c) μb/μa
(d) 1/μa×μb
(xiv) একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20cm হলে ফোকাস দৈর্ঘ্য হবে-
(a) 10cm
(b) 5cm
(c) 20cm
(d) 40cm
(xv) একটি সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতিট হয়-
(a) 90°
(b) 60°
(c) 45°
(d) 0°
(xvi) প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান 45° ও 30° হলে কোণের চ্যুতির মান হবে-
(a) 75°
(b) 15°
(c) 7.5°
(d) 37.5°
(xvii) ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি-
(a) সদ্ ও সমশীর্ষ
(b) সদ্ ও অবশীর্ষ
(c) অসদ্ ও সমশীর্ষ
(d) অসদ্ ও অবশীর্ষ
(xviii) প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের কোন্ বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক?
(a) লাল
(b) হলুদ
(c) সবুজ
(d) বেগুনি
(xix) বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কারণ-
(a) লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
(b) লাল আলোর কম্পাঙ্ক সর্বাধিক
(c) লাল আলোর গতিবেগ সর্বাধিক
(d) লাল আলোর বায়ুমণ্ডলে বেশি বিক্ষিপ্ত হয়
(xx) দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী?
(a) f=2r
(b) f=r/2
(c) f=r/3
(d) f=3r/2
(xxi) একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে| বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি?
(a) সদ্ ও অবশীর্ষ
(b) অসদ্ ও অবশীর্ষ
(c) সদ্ ও সমশীর্ষ
(d) অসদ্ ও অবশীর্ষ
(xxii) নীচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
(a) X-রশ্মি
(b) γ-রশ্মি
(c) অবলোহিত রশ্মি
(d) অতিবেগুনী রশ্মি

Last 10 years madhyamik question

Group-B


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

প্রতিটি প্রশ্নের মান 1

(i) অবতল দর্পণের সামনে কোনাে বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়?
(ii) লেন্সের আলােককেন্দ্রগামী কোনাে আলােকরশ্মির চ্যুতি কত হয়?
(iii) প্রাকৃতিক বর্ণালির উদাহরণ হল ___________| (শূন্যস্থান পূরণ করে)
(iv) সাদা আলাের বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী?
(v) বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কী বােঝাে?
(vi) সরল ক্যামেরাতে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়?
(vii) আলাের কোন ধর্মের জন্য পৃথিবীর আকাশকে নীল দেখায়?
(vi) একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
(ix) X-রশ্মি,γ-রশ্মি ও অতিবেগুনি রশ্মির মধ্যে কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক সবথেকে কম?
(x) কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযােজ্য নয়?
(xi) দৃশ্যমান আলাের মধ্যে কোন্ বর্ণের আলাের বিক্ষেপণ সবথেকে বেশি হয়?
(xii) অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হয়?
(xiii) জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কী ধরনের লেন্সের মতাে আচরণ করে?
(xiv) একটি অবতল দপর্ণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য _________| (শূন্যস্থান পূরণ করে)
(xv) সত্য/মিথ্যা লেখাে: উত্তল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।
(xvi) কোনাে মাধ্যমের প্রতিসরাক আলাের বেগের ওপর কীভাবে নির্ভর করে?
(xvii) 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনাে মাধ্যমে আলাের বেগ কত?
(xviii) সত্য/মিথ্যা লেখে শূন্য মাধ্যমে আলাের কিছু হয় না।
(xix) লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলাের কোন্ ধর্ম ব্যবহত হয়?
(xx) ক্যামেরায় কোন্ ধরনের লেন্স ব্যবহৃত হয়?
(xxi) কোনাে বস্তুকে উত্তল লেন্স থেকে 2f দূরত্বে রাখলে লেন্সে প্রতিসরণের ফলে সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন কত?
(xxii) একটি প্রিজমের আয়তাকার তল ক-টি?


(xxiii) বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্গ 1.5 হলে, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্গ কত?
(xxiv) দুটি মাধ্যমে প্রতিসরণের সময়, লম্ব আপতনের ক্ষেত্রে কোনাে আলোকরশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত?
(xxv) একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধনের মান _______ । (শূন্য্পান পূরণ করে।
(xxvi) গাড়ির হেডলাইটে কোন্ ধরনের গোলীয় দর্পণ  ব্যবহৃত হয়?
(xxvii) কোনো আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?
(xxviii) দন্ত চিকিত্সকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন?
(xxix) একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনোদিকেই পাওয়া গেল না| ওই লেন্সের ফোকাস দূরত্ব কত?
(xxx) কোনো মাধ্যমে আলোর গতিবেগ 2×10^8 মিটার/সেকেন্ড হলে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
(xxxi) আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও|
(xxxii) কোন্ ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা হয়?
(xxxiii) আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি্ বড়ো?
(xxxiv) মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

Download madhyamik question paper

Group C


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

প্রতিটি প্রশ্নের মান-2


(i) চিত্র-সহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।
অথবা,
চিত্র-সহ উত্তল লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও।
(ii) একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কাতি নির্ণয় করাে।
(iii) একটি অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে একটি বস্তুকে প্রধান অক্ষের ওপর লম্বভাবে ওই বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করাে।
(iv) কোনাে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কী বােঝো?
(v) প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45° এবং প্রতিসরণ কোণ 30° হলে, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
(vi) γ-রশ্মির একটি ব্যবহার ও একটি ক্ষতিকারক দিক উল্লেখ করাে।
(vii) চিত্র-সহ উত্তল/অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।
(viii) আলােকের বিচ্ছুরণ কাকে বলে? এর একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও।
(ix) একটি ছাত্র ক্লাসের শেষ বেঞ্চে বসে বাের্ডের লেখা পড়তে পারছে না। ছাত্রটির চোখের এই জাতীয় ত্রুটির নাম কী? এটি কীভাবে দূর করা যায়?
(x) বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্র-সহ দেখাও।


(xi) কোনাে মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাের বেগের ওপর কীভাবে নির্ভর করে?
(xii) কাচফলকে প্রতিসরণের ফলে আলােকরশ্মির চ্যুতি হয় না কেন?
(xiii) একটি আলােকরশ্মি কাচের ওপর 45° কোণে আপতিত হয়ে 30° কোণে প্রতিসৃত হয়, কাচের প্রতিসরাঙ্ক কত?
(xiv) লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে?
(xv) আলাের বিচ্ছুরণ কাকে বলে?
(xvi) শূন্যস্থানে আলাের বিচ্ছুরণ হয় না কেন?
(xvii) দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
(xviii) লাল ও বেগুনি আলাের জন্য কোনাে মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μR ও μV হলে, প্রমাণ করো, μR < μV ।
(xix) গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন?
(xx) কোনাে উত্তল লেন্সের আলােককেন্দ্র বলতে কী বােঝায়?
(xxi) উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা যায়?

Download previous year madhyamik question paper

Group-D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও

প্রতিটি প্রশ্নের মান-3


(i) প্রিজমে আলােকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে, চ্যুতিকোণের মান,  δ=i1+i2- A (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)
(ii) একটি বস্তুকে একটি পাতলা উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে লম্বভাবে রাখা হলে ওই বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি ও অবস্থান কীরূপ হবে তা রশিচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করাে।
(iii) সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলােকরশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো। দেখাও যে, আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল।
(iv) বায়ু সাপেক্ষে কোনাে মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলােকরশ্মির আপতন কোণ 45° হলে, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করাে।
(v) কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাের গতিবেগ ও তরঙ্গদৈর্ঘ্যের ওপর কীভাবে নির্ভর করে?
(vi) প্রতিসরণের সূত্র দুটি লেখাে। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখাে।
(vii) আলাের বিক্ষেপণ বলতে কী বােঝো? বিক্ষেপিত আলাের তীব্রতা আপতিত আলাের তরঙ্গদৈর্ঘ্যের ওপর কীভাবে নির্ভর করে?
(viii) একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেমি। একটি বস্তুকে লেন্স থেকে 20 সেমি দূরে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কেমন হবে?
(ix) প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আলােকরশ্মি তির্যকভাবে আপতিত হলে প্রতিসৃত রশ্মিটি অভিলম্ব থেকে 15° কৌণিক দূরত্বে সরে যায়। কোন্ মাধ্যমটি ঘন মাধ্যম? প্রতিসরণ কোণ 45° হলে, আপতন কোণের মান কত হবে?


(x)বায়ুতে আলাের বেগ 3x 10^8 মিটার/সেকেন্ড এবং হীরকের মধ্যে আলার বেগ 1.25x10^8 মিটার/সেকেন্ড| হীরকের প্রতিসরাঙ্ক কত ?
(xi) 45° প্রতিসরাঙ্ক কোণবিশিষ্ট একটি প্রিজমের প্রথম তলে একটি আলােকরশ্মিা 60° কোণে আপতিত হয়। রশ্মিটির মােট চ্যুতি 15° হলে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে কত ডিগ্রি কোণে নির্গত হবে।
(xii) γ-রশ্মির দৈর্ঘ্য 6 x 10^-12 মিটার হলে এই রশ্মির কম্পাঙ্ক নির্ণয় করাে।
(xiii) একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলােকরশ্মির আপতন কোণ 30° ও অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণ 45° হলে, চ্যুতিকোণের মান কত?
(xiv) একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত?
(xv) কোনাে প্রতিসারক মাধ্যমে আলােকরশ্মির আপতনের পর প্রতিসৃত হওয়ায় 30° চ্যুতিকোণ সৃষ্টি হল। যদি আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ  হয়, তবে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত?
(xvi) উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন্ ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায় ?
(xvii) কোনাে মাধ্যমে আলাের বেগ 2×10^8 m/s হলে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত।
(xviii) একটি উত্তল লেন্স থেকে 20 cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপ৷ প্রতিবিম্ব লেন্সের কোনাে দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?

  • Madhyamik suggestion 2022 pdf free download
  • Madhyamik suggestion 2022 english
  • Madhyamik suggestion 2022 english pdf
  • Madhyamik suggestion 2022 life science
  • Madhyamik suggestion 2022 history
  • Madhyamik history suggestion 2022 pdf
  • Madhyamik suggestion 2022 geography

Last 10 years madhyamik question

See Previous year Question Paper Below👇

Madhyamik Question Paper 2020

Madhyamik Question Paper 2019

Madhyamik Question Paper 2018

Madhyamik Question Paper 2017

Madhyamik Question Paper 2016

Madhyamik Question Paper 2015

Madhyamik Question Paper 2014

Madhyamik Question Paper 2013

Madhyamik Quadratic Equation Solved Videos

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 প্রথম ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 দ্বিতীয় ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 তৃতীয় ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 চতুর্থ ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.2 প্রথম ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ|কষে দেখি 1.2 দ্বিতীয় ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ|কষে দেখি 1.4 একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.5 প্রথম ভাগ কচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.5 দ্বিতীয় ভাগ

Post a Comment

0 Comments