Madhyamik Suggestion 2021 | আলাে | Madhyamik Suggestion On New Syllabus | WBBSE 2021 Suggestion | madhyamik suggestion 2021 pdf | madhyamik suggestion 2021 all subjects | madhyamik suggestion 2021 pdf free download |

 

আলাে

আলো দশম শ্রেণী

আলো প্রশ্ন উত্তর

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর 2020

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান আলো

Madhyamik Suggestion 2021

1. দর্পণের  বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী?
(a) f=2r
(b) f=r/2
(c) f=r/3
(d) f=3r/2

2. কোনাে আলােকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্লাবের ওপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে?
(a)0°
(b)180°
(c) 30°
(d)90°

3. আলোকরশ্মি-
(a) উৎস থেকে নির্গত হয়
(b) উৎসে গিয়ে মেলে
(c) একটি বক্ররেখা
(d)  উৎসের স্থান

4. আলােকরশ্মির ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায়-
(a) সমবর্তন
(b) প্রতিফলন
(c) ব্যতিচার
(d) অপবর্তন

5. আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব অবস্থান করে-

(a) একই তলে
(b) দুটি তলে
(c)তিনটি তলে
(d) কোনােটিই নয়

6. গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়-

(a) দৃষ্টিক্ষেত্র বাড়ানাের জন্য
(b) দৃষ্টিক্ষেত্র কমানাের জন্য
(c) দৃষ্টিক্ষেত্র একই রাখার জন্য
(d) কোনােটিই নয়

7. অভিসারী রশ্মিগুচ্ছ-
(a) একটি বিন্দুতে মিলিত হয়
(b) একটি বিন্দু থেকে অপসূত হয়
(c) সমান্তরালভাবে চলে
(d) কোনােটিই নয়

৪, ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে (r= বক্রতা ব্যাসার্ধ, f= ফোকাস দৈর্ঘ্য)-

(a) r=f
(b) r = 2f
(c) r= f/2
(d) r=3/2f

9. অবতল দর্পণ দ্বারা সৃষ্ট সদবিম্ব হয়-
(a) অবশীর্ষ ও বিবর্ধিত
(b) সমশীর্ষ ও বিবর্ধিত
(c) অবশীর্ষ ও খর্বাকার
(d) সমশীর্য ও খর্বাকার

10. স্টিলের চামচের ভিতরের (অবতল অংশের) দিক দিয়ে দেখলে-
(a) মুখের উলটো প্রতিবিম্ব দেখা যায়
(b) মুখের আকারে পরিবর্তন হয় না
(c) ছােটো আকারের মুখ অন্য ধরনের দেখায়
(d) বড়াে আকারের মুখ অন্য ধরনের দেখায়

11. দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করেন তা হল

(a) উত্তল
(b) অবতল
(c) সমতল
(d) গোলাকার

12. গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়
(a) অবতল দর্পণ
(b) উত্তল দর্পণ
(c) সমতল দর্পণ
(d) কোনােটিই নয়

13. কোনাে পেনসিলের কিছুটা অংশ জলে ডুবিয়ে দেখলে আলাের প্রতিসরণের জন্য পেনসিলটি-

(a) বড়াে দেখায়
(b) বাঁকা দেখায়
(c) ছােটো দেখায়
(d) মােটা দেখায়

14. আলাের প্রতিসরণের কারণ বিভিন্ন মাধ্যমে আলাের বেগ-
(a) সমান
(b) বিভিন্ন
(c) শব্দের বেগের থেকে কম
(d) অসীম

15. কোনাে মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
(a) আলাের বর্ণের ওপর
(b) প্রাবল্যের ওপর
(c) বিস্তারের ওপর
(d) দশা পার্থক্যের ওপর

পরিবেশের জন্য ভাবনা

16. প্রতিসরণের সময় আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত-

(a) একক হয়
(b) ধ্রুবক হয়
(c) শূন্য হয়
(d) অসীম হয়

17. প্রতিসারক কোণবিশিষ্ট কোনো প্রিজমের আপতন কোণ নির্গমন কোণ।, হলে চ্যুতি হয়(𝛿)-

(a)i1+i2+A
(b)i1+i2-A
(c)180°-2i1
(d) i1+i2-2A

18. লেন্সে আলাের যে ধর্মটি ব্যবহার করে প্রতিবিদ্ধ সৃষ্টি করা হয় তা হল-
(a) প্রতিফলন
(b) প্রতিসরণ
(c) অপবর্তন
(d) বিচ্ছুরণ

19. লেন্স সাধারণত দুটি গােলীয় তল দ্বারা সীমাবদ্ধ-
(a) অস্বচ্ছ মাধ্যম
(b) স্বচ্ছ মাধ্যম
(c) প্রতিফলক মাধ্যম
(d) বিচ্ছুরক মাধ্যম

20. সাধারণ সুস্থ চোখের দৃষ্টিপাল্লা হল-
(a) (0-25) cm
(b) 25 cm থেকে অসীম পর্যন্ত
(c) (0-100) cm
(d) (25-100) cm

21. গাছের পাতা সবুজ দেখায় কারণ গাছের পাতা সূর্যালােকের সবুজ বর্ণের আলােটি-
(a) শােষণ করে
(b) বিচ্ছুরণ করে
(c) প্রতিসৃত করে
(d) প্রতিফলিত করে

22. কালাে কাপড়ে সব বর্ণের আলাে-
(a) প্রতিফলিত হয়
(b) প্রতিসৃত হয়
(c) শােষিত হয়
(d) বিচ্ছুরিত হয়

23. আলােক তরঙ্গের অগ্রসর হওয়ার জন্য
(a) সুপরিবাহী মাধ্যম দরকার
(b) কোনাে মাধ্যমের দরকার নেই
(c) কুপরিবাহী মাধ্যম দরকার
(d) বায়ু মাধ্যম দরকার

24. বিক্ষিপ্ত আলাের তীব্রতা (I) আপতিত আলাের তরঙ্গ-দৈর্ঘ্যের(λ) ওপর কীভাবে নির্ভর করে?

(a)I1/ λ
(b)I1/λ2
(c)I1/
λ3
(d) I1/
λ4

25. প্রতিফলনের সময় প্রতিফলন কোণ আপতন কোণের-
(a) থেকে বড়াে হয়
(b) সমান হয়
(c) থেকে ছােটো হয়
(d) দ্বিগুণ হয়

26. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান-
(a) 0
(b) অসীম
(c) 10
(d) 100

27. গােলীয় দর্পণের বক্রতা কেন্দ্র হল-
(a) পৃথিবীর কেন্দ্র
(b) দর্পণ যে গােলকের অংশ তার কেন্দ্র
(c) গােলীয় তলের মধ্যবিন্দু
(d) কোনােটিই নয়

28. অসীম দূরত্ব থেকে আসা আলাে অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে-
(a) ফোকাসে মিলিত হয়।
(b) অসীমে মিলিত হয়
(c) মেরুতে মিলিত হয়
(d) আদৌ মিলিত হয় না

29. একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব-
(a) লাল বর্ণের আলাের জন্য সর্বাধিক
(b) বেগুনি বর্ণের আলাের জন্য সর্বাধিক
(c) হলুদ বর্ণের আলাের জন্য সর্বাধিক
(d) সব বর্ণের আলাের জন্য সমান

30. অবতল দর্পণে অসদ্-বিম্ব দর্পণের-
(a) সামনে হয়
(b) পিছনে হয়
(c) মেরুতে হয়
(d) বক্রতা কেন্দ্রে হয়

31. অবতল দর্পণ দ্বারা কোনাে বস্তুর অবিশ্ব সৃষ্টি করতে গেলে বস্তুকে রাখতে হবে-
(a) ফোকাসে
(b) বক্রতা কেন্দ্র
(c) 2 দূরত্বে
(d) মেরু ও ফোকাসের মধ্যে যে-কোনাে জায়গায়

32. গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ এতে পাওয়া যায়-
(a) ক্ষমতাশালী সমান্তরাল আলােকরশ্মি
(b) অভিসারী আলােকরশ্মি
(c) অপসারী আলােকরশ্মি
(d) কোনােটিই নয়

33. স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে আলাে-
(a) সরলরেখায় চলে
(b) বক্ররেখায় চলে
(c) তির্যকভাবে চলে
(d) এলােমেলােভাবে চলে

গ্যাসের আচরণ

34. কাচের স্ল্যাবের নীচে বইয়ের পাতা থাকলে কাচে আলাের প্রতিসরণের দরুন লেখাগুলি-
(a) উপরে উঠে এসেছে বলে মনে হয়
(b) নীচে নেমে গেছে বলে মনে হয়
(c) পাশে সরে গেছে বলে মনে হয়
(d) লেখাগুলি বিকৃত দেখায়

35. কোনাে মাধ্যমের প্রতিসরাঙ্ক  হল-
(a) sin(i) X sin(r)
(b) sin(i)/sin(r)
(c) sin(r)/sin (i)
(d) sin(i)/cos(r)

36. প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণi= 0° হলে, প্রতিসরাঙ্ক হবে-
(a) 0
(b) 1.5
(c) সংজ্ঞাহীন রাশি
(d) অসীম

37. লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলাের কম্পাঙ্ক-
(a) বড়াে হয়
(b) ছােটো হয়
(c) অপরিবর্তিত থাকে
(d) শূন্যস্থানে সমান হয়

38. প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান (লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে) হল
(a) i -r
(b) i+r
(c) i - 2r
(d) 2r-i

39. চ্যুতি কোণের মান সর্বাপেক্ষা কম হবে যখন  i-এর মান হবে
(a) 0°
(b) 45°
(c) 90
(d) 60°

40. দূটি আলােক তরঙ্গের জন্য কোনা মাধ্যমের প্রতিসরাঙ্ক µ1 ও µ2 । যদি µ1 > µ2  হয়, তাহলে কোন্ আলােক তরঙ্গটি মাধ্যমে দ্রুততর বেগে যাবে।
(a) প্রথমটি
(b) দ্বিতীয়টি
(c) দুটিই সমান বেগে যাবে
(d) কোনােটিই ঠিক নয়।

41. প্রিজমে প্রতিসারক তলের সংখ্যা হল-
(a) 2টি
(b) 3টি
(c) 5টি
(d) 1টি

42. প্রিজমের ভূমি দিয়ে কোনাে আলাে-
(a) প্রবেশ করতে পারে
(b) প্রবেশ করতে পারে না
(c) নির্গত হতে পারে
(d) কোনােটিই নয়

43. লেন্সের একটি তল সমতল হলে তা কেন্দ্র-
(a) অসীম দূরত্বে থাকে
(b) থাকে না
(c) গােলীয় তলের ওপরে থাকে
(d) কোনােটিই ঠিক নয়

44. আলােককেন্দ্রগামী কোনাে আলােকরশ্মির চ্যুতি হয়-
(a) 0°
(b) 45°
(c) 60°
(d) 90°

45. একটি উত্তল লেন্সের থেকে অসীম দূরত্বে কোনাে বস্তু থাকলে প্রতিবিম্ব হবে-
(a) সদ্, সমশীর্ষ
(b) সদ্, অবশীর্ষ
(c) অসদ্, সমশীর্ষ
(d) অসদ্, অবশীর্ষ

46. একটি পাতলা উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব 2f হলে প্রতিবিম্ব হবে-
(a) বস্তুর আকারের সমান
(b) বস্তুর থেকে বড়াে
(c) বস্তুর থেকে ছােটো।
(d) বস্তুর আকারের দ্বিগুণ।

47. একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f, কোনাে বস্তু লেন্স থেকে x দূরত্বে থাকলে বস্তুটির একটি সমশীর্ষ প্রতিবিম্ব কী শর্তে গঠিত হবে?
(a) x=f
(b) x<2f
(c)f<x<2f
(d) 0<x<f

রাসায়নিক গণনা

48. দীর্ঘদৃষ্টিযুক্ত চোখের ত্রুটি সারাতে চশমায় ব্যবহার করা হয়-
(a) উত্তল লেন্স
(b) অবতল লেন্স
(c) সমতল লেন্স
(d) উভাবতল লেন্স

49. রামধনু সৃষ্টি হয় জলকণার দ্বারা সাদা আলাের- (a) প্রতিসরণের জন্য
(b) প্রতিফলনের জন্য
(d) চ্যুতির জন্য
(c) বিচ্ছুরণের জন্য

50. বর্ণালি হল একটি রঙিন পটি যার মধ্যে রং থাকে-
(a) সাতটি
(b) তিনটি
(c) ছটি
(d) পাঁচটি

51. বেগুনি বর্ণের আলাের চ্যুতি লাল বর্ণের আলাের থেকে-
(a) কম
(b) বেশি
(c) সমান
(d) বলা যায় না

52. সূর্যালােক হল-
(a) বহুবর্ণী
(b) দ্বিবর্ণী
(c) একবর্ণী
(d) বর্ণহীন

53. বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাত?
(a) নীল
(b) বেগুনি
(c) লাল
(d) কালাে

54.আলো হল-
(a) স্থিতিস্থাপক তরঙ্গ
(b) অনুদৈর্ঘ্য তরঙ্গ
(c) তড়িৎচুম্বকীয় তরঙ্গ
(d) এটি তরঙ্গ নয়

55. শূন্যস্থানে আলাের বেগ -এর মান হল

(a)3x1010m/s
(b)3x108m/s
(c)3x108cm/s
(d) 3 x 106 m/s

56. যে-কোনো মাধ্যমের তুলনায় শূন্যস্থানে আলোর বেগ-
(a) সর্বনিম্ন
(b) সর্বোচ্চ
(c) একই
(d) অসীম

57. আলাের বেগ (v), কম্পাজ্ক (n) ও তরকানৈ্ঘোর (λ) সম্পর্কটি হল-
(a) v=n/λ
(b) v=nλ
(c) v=λ/n
(d) v =n+λ

58. কোনাে মাধ্যমের প্রতিসরাঙ্ক µ, শূন্যে আলাের বেগ c ও এবং মাধ্যমে আলাের বেগ v হলে-
(a)µ= cv
(b)µ=c/v
(c)µ=v/c
(d)µ=c2/v

59. দৃশ্যমান আলাের বিস্তৃতি (range) হল প্রায়-
(a) (380-780)nm
(b) (300-700)nm
(c)  (360-760)nm
(d)(320-720)nm

60. সবথেকে কম কম্পাকের দৃশ্যমান আলো হল- (a) বেগুনি
(b) সবুজ
(c) লাল
(d) হলুদ

61. সবচেয়ে বেশি শক্তির আলােকতরঙ্গ হল-
(a) X-রশ্মি
(b) γ-রশ্মি
(c) অতিবেগুনি রশ্মি
(d) দৃশ্যমান আলাে

62, আলােক তরঙ্গের প্রকৃতি হল-
(a) তির্যক তরঙ্গ
(b) অনুদৈর্ঘ্য তরঙ্গ
(c) বৃত্তাকার তরঙ্গ
(d) উপবৃত্তাকার তরঙ্গ

63, নীচে প্রদত্ত কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের গ্রুপের কম্পাঙ্ক ক্রমবর্ধমান পর্যায়ের?
(a) মাইক্রোতরঙ্গা, অতিবেগুনি রশ্মি, X-রশ্মি
(b)γ-রশ্মি, অতিবেগুনি রশ্মি, রেডিয়ো তরঙ্গ                                                                                          (c)γ-রশ্মি, দৃশ্যমান আলাে, অতিবেগুনি রশ্মি
(d) রেডিয়াে তরঙ্গ, দৃশ্যমান আলাে, অবলােহিত তরঙ্গ

64. খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়-
(a) X-রশি
(b) γ-রশ্মি
(c) মাইক্রোওয়েভ
(d) রেডিয়াে ওয়েভ

65. কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়-
(a) X-রশ্মি
(b) দৃশ্যমান আলাে
(c) γ-রশ্মি
(d) মাইক্রোওয়েভ

66. জেনেটিক ক্ষতি হয় কোন রশ্মির প্রভাবে?
(a) X-রশ্মি
(b) γ -রশ্মি
(c) অবলােহিত তরঙ্গ
(d) UV-রশ্মি

67. কোন আলাের বিক্ষেপণ সবথেকে বেশি হবে-
(a) লাল
(b) নীল
(c) বেগুনি
(d) হলুদ

68. কোন রশ্মির আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি?
(a)  X-রশি
(b) UV-রশ্মি
(c) γ -রশ্মি
(d) মাইক্রোওয়েভ

69. বস্তু অপেক্ষা আকারে বড়াে অসদবিম্ব গঠিত হয়-
(a) উত্তল দর্পণে
(b) অবতল দর্পণে
(c) সমতল দর্পণে
(d) দর্পণের সূত্র

70. স্নেলের সূত্র হল-
(a) প্রতিফলনের সূত্র
(b) প্রতিসরণের সূত্র
(c) লেন্সের সূত্র
(d) কোনােটিই নয়

71. কোনটি বেশি ক্ষতিকারক?
(a) এক্স রশ্মি
(b) গামা রশ্মি
(c) সাধারণ আলােক রশ্মি
(d) অতিবেগুনি রশ্মি

72. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলাে প্রতিসরণের ক্ষেত্রে যে-বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি?
(a) লাল
(b) হলুদ
(c) বেগুনি
(d) সবুজ

73. একটি পাতলা উত্তল লেন্সের আলােককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি?

(a) সদ ও অবশীর্ষ
(b) অসদ ও অবশীর্ষ
(c) সদ ও সমশীর্ষ
(d) অসদ ও সমশীর্ষ

74. আকাশের বর্ণ নীল কারণ-
(a) বায়ুমণ্ডলে লাল আলাে শােষিত হয়
(b) বায়ুমণ্ডলে নীলবর্ণের আলাের বিক্ষেপণ বেশি হয়
(c) বায়ুমণ্ডলে নীলবর্ণের আলাে শােষিত হয়
(d) বায়ুমণ্ডলে নীলবর্ণের আলাে বিক্ষেপণ কম হয়

75. আলাের বর্ণ নির্ভর করে যার ওপর তা হল আলাে-
(a) কম্পাঙ্ক
(b) বেগ
(c) তরঙ্গদৈর্ঘ্য
(d) কোনােটিই নয়

76. নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
(a) X রশ্মি
(b) Y রশ্মি
(c) অবলােহিত রশ্মি
(d) অতিবেগুনি রশ্মি

77. প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চ্যুতির মান হবে-
(a) 75°
(b) 15°
(c) 7.5°
(d) 37.5°

See Previous year Question Paper Below👇

Madhyamik Question Paper 2020

Madhyamik Question Paper 2019

Madhyamik Question Paper 2018

Madhyamik Question Paper 2017

Madhyamik Question Paper 2016

Madhyamik Question Paper 2015

Madhyamik Question Paper 2014

Madhyamik Question Paper 2013

মাধ্যমিক সাজেশন 2021 ভূগোল

মাধ্যমিক সাজেশন 2021 বাংলা রচনা

মাধ্যমিক সাজেশন 2021 ইতিহাস PDF

মাধ্যমিক সাজেশন 2021 PDF

মাধ্যমিক সাজেশন 2021 ভৌত বিজ্ঞান

মাধ্যমিক সাজেশন 2021 জীবন বিজ্ঞান

2021 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021

মাধ্যমিক পরীক্ষা 2021 (Madhyamik 2021 / WB Madhyamik 2021 / MP Exam 2021 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2021 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2021/West Bengal Class X ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী 

সে কথা মাথায় রেখে www.questionduniya.blogspot.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণীপরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Bengali Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Bengali Suggestion / Madhyamik Class 10th Bengali Suggestion 2021 / Class X Bengali Suggestion / Madhyamik Pariksha Bengali Suggestion / Bengali Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik Bengali Suggestion 2021 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে।

ছাত্রছাত্রীপরীক্ষার্থীদের উপকারে লাগলেআমাদের প্রয়াস  মাধ্যমিক বাংলা পরীক্ষা 2021 / দশম শ্রেণী বাংলা পরীক্ষা 2021 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক বাংলা সাজেশন 2021 / পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা সাজেশন 2021 / দশম শ্রেণী বাংলা সাজেশন 2021 (Madhyamik Bengali Suggestion 2021 / West Bengal Board of Secondary Education – WBBSE Bengali Suggestion 2021 / Madhyamik Class 10th Bengali Suggestion 2021 / Class X Bengali Suggestion 2021 / Madhyamik Pariksha Bengali Suggestion 2021 / Madhyamik Bengali Exam Guide 2021 / Madhyamik Bengali MCQ , Short , Descriptive  Type Question and Answer 2021 / Madhyamik Bengali Suggestion 2021 FREE PDF Download) সফল হবে।

Post a Comment

0 Comments