বাংলাদেশ থেকে ক্লিকব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে ? বিস্তারিত জানুন | ২০২০


 গত নভেম্বরের শুরুতে বাংলাদেশে ক্লিকব্যাংক প্রাথমিকভাবে যাত্রা শুরু করেও সেটা একমাসের মাথায় স্থগিত করেছিল । যে কারণে অনেকেই শুরুতে অ্যাকাউন্ট করে ফেলায় তারা ক্লিকব্যাংকে কাজ করার সুযোগ পেয়ে যায় তবে যারা দেরি করেছিল অ্যাকাউন্ট করতে তাদের অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দেয়া হয় এবং এখনো বাংলাদেশ থেকে সরাসরি অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না । 
Photo: Google

আপনি যদি এফিলিয়েট মার্কেটিং নিয়ে বাংলাদেশ থেকে কাজ করতে চান তাহলে সেটা কিছুটা কঠিন হয়ে যায় যখন আপনি অ্যামাজনের বাইরে কাজ করতে চাইবেন । অন্যরা বাংলাদেশ নাম শুনলেই আপনাকে সুযোগ দিতে চাইবে না কিংবা ওদের লিস্টে বাংলাদেশ নামটাও নেই । এটা আমাদের দুর্ভাগ্য বলাই যায় । তবে একজন এফিলিয়েট মার্কেটার যখন অনলাইনে কাজ করতে চায় তখন তাকে বেশকিছু জিনিস ম্যানেজ করতে হয় । যেমন
- ব্যাংক অ্যাকাউন্ট
- পেপাল
- ইউএস অ্যাড্রেস 
- ইআইএন (এমপ্লয়ার আইডি নাম্বার)
- আমেরিকান কম্পানি 
এই সমস্ত জিনিসগুলো আপনাকে প্রেজেন্ট করতে হবে । 

বাংলাদেশ থেকে আপনি যদি লিগ্যালি এসব সাইটে কাজ করতে চান তাহলে অনেকেই যা করে সেটা হল, বিদেশে অবস্থান করা আত্মীয়-স্বজন থেকে জরুরী ডকুমেন্ট নিয়ে তারপর দেশে বসে সেগুলো ভেরিফাই করে আইডি করে । কিন্তু এটা বুঝতে পারা উচিত যে, আপনি যেকোনো সময় ভেরিফিকেশন সমস্যায় পরে যেতে পারেন এবং আপনার বিদেশের আত্মীয়ের সাথেও সম্পর্ক খারাপ যেতে পারে । 

এত এত সমস্যার ভীড়ে তাহলে কাজ করবেন কিভাবে ?   
https://jumpstartfilings.com/ এই লিঙ্কে চলে যান । এরপর এদের কিছু সার্ভিস রয়েছে । এখান থেকে আপনি বিভিন্ন ধরণের কিছু সার্ভিস নিতে পারবেন । এই সার্ভিসগুলো যদি আপনি নেন তাহলে বাংলাদেশে বসেই বিদেশী সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে পারবেন । এদের একটা প্যাকেজ রয়েছে 

এখানে প্লাস প্যাকেজ এর এক বছরের জন্য ২৪৯ ডলার নিবে । পেমেন্ট করতে পারবেন মাস্টার কার্ড কিংবা পেপালের সাহায্যে । এই প্যাকেজ থেকে কি কি সার্ভিস পাবেন ? 
- Name Availability Search
- Certificate of formation
- Phone and email support
- Online Document Access
- Registered Account
- US Address and Mail Forwarding
- Bank Registration 
- EIN (Employer ID Number)
- US Bank Account
এই সার্ভিস কিভাবে ব্যবহার করবেন সেটা জেনে নেয়ার জন্য এই ভিডিওটা দেখে নিতে পারেন - https://jumpstartfilings.dubb.com/v/outZjC
এখানে একটা কথা বলে রাখা ভালো যে, এদের সার্ভিস নেয়ার আগে অবশ্যই এখানে সাইনআপ করুন এবং এদের সাথে লাইভ চ্যাট করে সবকিছু জেনে বুঝে নিন । শুধু আমার কথা শুনে এখানে প্যাকেজ কিনবেন তারপর আমাকে দোষ দিলে চলবে না । টাকা আপনার, সিদ্ধান্তও আপনার । এদের সাথে আমি এফিলিয়েট হিসাবেও নেই । আপনারা প্রায় জিজ্ঞাসা করেন সেজন্য এটা খুঁজে বের করে দিলাম । তবে এদের সাথে কথা বলেছি, ভালোই লাগলো । আপনি দেখতে পারেন যদি আপনার ভালো লাগে । তবে এই প্যাকেজ কেনার পূর্বে নিশ্চিত হয়ে নিন যে, আসলেই আপনি ক্লিকব্যাংক কিংবা আমেরিকান ভিত্তিক যেসব সাইট রয়েছে সেখানে কাজ করতে প্রস্তুত কি না । এরপরই জয়েন করুন নয়ত বাদ দিন । 

যদি লেখাটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন । এবং অবশ্যই আপনার বন্ধুর সাথে লেখাটা শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ । 

2 comments:

  1. vaiya ami rev.com a account korte chai. kintu apnar goto video te je vabe bolecilen website ta tar thekeo beshi heard hoyece. ami account korte parchi na.... english exam gula ami bujte pari nai... so account approve hoy nai... tai aponi jodi abar kholar tricks ta bole diten khub valo hoto. plz vaiya help me!

    ReplyDelete

Powered by Blogger.